নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেয়া দুই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে। বিরোধীনেতা রওশন এরশাদ ও তার অনুসারীদের বিরোধিতার মুখে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব করার সিদ্ধান্ত আজ অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার রাজধানীর বনানীস্থ এরশাদের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পার্টির চেয়ারম্যান এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীনেতা ও তার অনুসারীরা বয়কট করলেও দলের প্রায় ২৪ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।
প্রেসিডিয়াম সভা শেষে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব যৌথভাবে প্রেস ব্রিফিং করেন।
দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, প্রেসিডিয়াম সভায় পার্টির চেয়ারম্যানের নেয়া কো-চেয়ারম্যান ও মহাসচিবের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ এপ্রিল দলের জাতীয় কাউন্সিল করার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তৃণমূলে পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টিকে সংগঠিত করার ওপর গুরুত্বারূপ করা হয়।
বনানী কার্যালয়ে বেলা পৌনে ১২টার দিকে এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, গোলাম হাবিব দুলাল, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এম এ সাত্তার, মাসুদ পারভেজ সোহেল রানা, গোলাম হাবিব দুলাল, সাহিদুর রহমান টেপা, মাসুদা রশীদ চৌধুরী, আবুল কাসেম, সাইফুদ্দিন আহমেদ মিলন, সোলায়মান আলম শেঠ, মীর আব্দুস সবুর আসুদ, সুনীল শুভরায়, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম