রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৫:২২

বিসিএস পরীক্ষায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ নম্বর

 বিসিএস পরীক্ষায় থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ নম্বর

ঢাকা : ৩৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন খবর দিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  ৩৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ইতিহাস, ঐতিহ্যের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

সোমবার মিরপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।  তাই আগামী বিসিএস পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস, ঐতিহ্যের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এরশাদের ৩০ বছরে বাংলাদেশের ইতিহাসকে চূর্নবিচূর্ন করা হয়েছে।  এখন সঠিক তথ্য যেমন সংগ্রহ করতে হবে তেমনি সে তথ্যগুলো প্রজন্মকে জানাতে হবে।  

মিরপুর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধো আগা খাঁন মিন্টু।  

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন প্রমুখ।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে