মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১০:৪৩:৩০

শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে লাশ দাফনে বাধা পুত্রবধূর!

শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে লাশ দাফনে বাধা পুত্রবধূর!

এমটিনিউজ ডেস্ক : সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে লাশ দাফনে বাধা দিয়েছেন পুত্রবধূ শাহনাজ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূকে হেফাজতে নিয়ে শাশুড়ির দাফন সম্পন্ন করে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি সোমবার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে ঘটেছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক নারী খোঁড়া কবরে শুয়ে রয়েছেন। গ্রামবাসীরা তাকে সেখান থেকে উঠানোর চেষ্টা করছে। কবরের আশপাশে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন।

গৃহবধূ শাহনাজ উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী। আর প্রয়াত আনোয়ারা বেগম (৮০) ওই গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী। 

শাহনাজের প্রতিবেশীরা জানান, মৃত মোবারক ও আনোয়ারা দম্পতির পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে আব্দুর রহিম সৌদি প্রবাসী। জমির ভাগ-বাটোয়ারা নিয়ে শাশুড়ি ও ননদদের সঙ্গে শাহনাজের বিরোধ চলছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে