ঢাকা : ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৮২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছেন যিনি তার নম্বর ০৮৩৯৮৫৭। অবশ্য এই নম্বরের বিজয়ীর নাম জানা যায়নি। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ীর নম্বর ০৩৪৪১২২।
রোববার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনিছুর রহমান।
১০০ টাকা মূল্যমানের ৪৩টি সিরিজ এ ড্র-এর আওতাভুক্ত আছে। যেগুলোর মধ্য থেকে ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে।
এতে তৃতীয় পুরস্কারের জন্য মনোনিত প্রাইজবন্ডে দুটি নম্বর ০২৭০৬৪২ ও ০০০২৬৮৭। এ নম্বরধারী প্রত্যেকে পাবে ১ লাখ টাকা করে। চতুর্থ পুরস্কারের জন্য ৫০ হাজার টাকা করে দুটি পুরস্কারের নম্বর হচ্ছে ০০১৯৩৬৭ ও ০৭৬৪২০৮। পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার।
পঞ্চম পুরস্কারের জন্য মনোনীত নম্বরগুলো হচ্ছে- ০০১৯৭৭২, ০৩০১৭০৫, ০৪২৬৬৫৫, ০৫১৮৮৬২, ০৭৬২৩৪৭, ০০৩৪৪৫০, ০৩১৪১১৪, ০৪৩২৫৪০, ০৬১৬২৪৯, ০৮০৫১৫১, ০০৭৩৯১১, ০৩২৬০২৬, ০৪৪১২০০, ০৬২৪৫০৪, ০৮০৯০২২, ০০৭৮৬৬৬, ০৩৫৪৫৭৯, ০৪৫৭২৮৪, ০৬৩৫৯৭৮, ০৮৪০৯৮৯, ০১৭৯৬১৫, ০৩৭২৩৫৮, ০৪৬৫১০৯, ০৭৩১৬০৩, ০৮৪৭৪৫৭, ০২৪৯২৭৮, ০৩৭৬৪৪৮, ০৪৬৮৭১৬, ০৭৩৫৩৮৬, ০৮৭৩৮১১, ০২৮৯০৮৫, ০৩৮৭৭৫৩, ০৪৯৯৭২২, ০৭৪৯৩৩৬, ০৯২৩৮২৯, ০৩০০৫০৮, ০৪১৮৯০৫, ০৫১৭১১২, ০৭৫৬৬৩৯, ০৯৫৫৮৮১।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম