নিউজ ডেস্ক : আবারো বাড়ল অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়। এবার এক মাস বাড়ানো হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেয়া যাবে।
তথ্য অধিদফতর থেকে সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে।
এর আগে ঘোষিত সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথমবার ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় দেয়া হয়েছিল।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম