এমটিনিউজ ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।
এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরো বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কা অবস্থায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।