শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:৫৫:২৬

যাত্রীবাহী বাস পুকুরে, ১৪ জনের মৃত্যু

যাত্রীবাহী বাস পুকুরে, ১৪ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। 

শনিবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৪০ জন।

এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরো বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কা অবস্থায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে