সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৪:৪৩

বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর, কমছে বিমানের টিকিটের দাম

বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর, কমছে বিমানের টিকিটের দাম

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে কমে আসছে বিমানের টিকিটের দামও।

সামনের মাসগুলোতে টিকিটের দাম আরো কমে আসবে বলে আশা করছেন বিমানসংস্থা শিল্পের বিশেষজ্ঞরা।

টিকিটের দাম কমে আসায় স্বভাবতই উপকৃত হবে যাত্রীরা।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০০ ডলারের বেশি। এখন দাম দুই-তৃতীয়াংশের বেশি কমে নেমে এসেছে ৩০ ডলারের নিচে।

তেলের এই নিম্নমুখী দামে লাভের মুখ দেখতে শুরু করেছে কয়েক মাস আগেও লোকসানে থাকা বিমান সংস্থাগুলো।

হপারের প্রধান তথ্য বিজ্ঞানী প্যাট্রিক সুরি বলেন, অভ্যন্তরীণ রুটে গত এক বছরে বিমানের টিকিটের দাম ১৪ ভাগ কমে গেছে।

এছাড়া এয়ারলাইনগুলোর মধ্যে এখন তীব্র প্রতিযোগিতাও চলছে।

সুরি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিটের দাম কমার মূল কারণ জ্বালানির দাম কমা। এছাড়া কম খরচের (লো কস্ট) বিমানসংস্থাগুলোর তীব্র প্রতিযোগিতা তো রয়েছেই।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানসংস্থাগুলোর খরচের এক তৃতীয়াংশই ব্যয় হয় জ্বালানির পেছনে। গত এক বছরে তেল ও জেট ফুয়েলের দাম দুই তৃতীয়াংশ কমে যাওয়ায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় ২০ ভাগ কমে যেতে পারে।
সূত্র: এএফপি
১ ফেব্রুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে