নিউজ ডেস্ক : এবার বিক্রির জন্য ৫০ লাখ কার্ডবোর্ডের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বানাচ্ছে গুগল ইনকরপোরেশন। এই হেডসেটগুলো হবে সাশ্রয়ী মূল্যের। এই ডিভাইস দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করা যাবে। খুব শিগগিরই এগুলো বাজারে পাওয়া যাবে।
গত বছরের গুগল প্রথম কার্ড বোর্ডের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট প্রদর্শন করে। গত বুধবার গুগল জানিয়েছে, ইতোমধ্যে গুগল প্লে স্টোর থেকে ২৫ লাখ কার্ডবোর্ড অ্যাপস ডাউনলোড হয়েছে।
গুগলের এই কার্ড বোর্ড দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা দেখার পাশাপাশি গেমসও খেলা যাবে।
১ ফেব্রুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ