সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৮:৩১

দেখিয়ে দেবে বিএনপি : হান্নান শাহ

দেখিয়ে দেবে বিএনপি : হান্নান শাহ

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে সরকার এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পায়তারা করছে।  

সোমবার দুপুরে তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবে তাদের নামেও মামলা দেয়া হবে’- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, তারা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন? ক্ষমতায় টিকে থাকতেই তারা এসব বক্তব্য দিচ্ছেন।  কিন্তু জনগণ তা বিশ্বাস করে না।

তিনি বলেন, আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় দলের জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি চলছে।  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে এলেই বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। এরপরই কাউন্সিলের মাধ্যমে দেখিয়ে দেয়া হবে, বিএনপি একটি সুশৃঙ্খল ও সংগঠিত দল।

হান্নান শাহ বলেন, সরকার উন্নয়নের কথা বলে লুটপাট করছে। ঢাকা-ময়মনসিংহ ফোর লেন ও পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে বারবার টাকা বাড়ানো হচ্ছে।  ভারতেও যেখানে অল্প টাকায় এক কিলোমিটার রাস্তা করা হয় সেখানে আমাদের দেশে ঢাকা-মাওয়া রোডের এক কিলোমিটার রাস্তা করা হচ্ছে ৯০ কোটি টাকা খরচ করে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে