নিউজ ডেস্ক : এবার জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর পালা। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে মঙ্গলবার এ শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৬ জানুয়ারি মীর কাসেমের আপিল শুনানির জন্য এ দিন ধার্য করেছিল আপিল বিভাগ।
২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।
পরে ওই রায় বাতিল এবং বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে আপিল করেন তিনি। এরই মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম