ঢাকা : কি নির্মম কাণ্ড, ৬তলা থেকে এক নবজাতককে ফেলে দিল কুমারী মা। ঘটনাটি রাজধানীর বেইলি রোডে। ৬তলার একটি বাসা থেকে নবজাতকটিকে নিচে ফেলে দেয় অবিবাহিতা মা ও ওই বাসার গৃহকর্মী বিউটি আক্তার (১৫)।
সোমবার দুপুরে রমনা থানার এসআই আমিনুল মুমূর্ষু নবজাতটিকে উদ্ধার করে আ-দ্বীন হাসপাতালে ভর্তি করেন।
এসআই আমিনুল সাংবাদিকদের জানান, নবজাতকে উদ্ধার করার পর ওই বাসায় অনুসন্ধান চালিয়ে প্রসবকারী বিউটি আক্তারকে শনাক্ত করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে বিউটি আক্তার জানান, গত এক বছর আগে কুমিল্লায় তার দুলাভাই নীরবের বাসায় বেড়াতে গেলে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন।
চিকিৎসকদের উদ্ধৃত করে আদ-দ্বীন হাসপাতালের এক সেবিকা জানান, বাচ্চাটি আশঙ্কামুক্ত, কিন্তু বাম পা ভাঙা বলে মনে হচ্ছে। এক্স-রে প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম