সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২২:১৬

এ্যানীর জামিন নাকচ

এ্যানীর জামিন নাকচ

অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: জেল হাজতে আটক  বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।  সোমবার ঢাকার সিনিয়র  বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের  আইনজীবী তাপস কুমার পালের সুএ বিষয়টি জানান।

গত ২০১৪ সালের ৯ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বিএনপির এ নেতার বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।

অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে শহীদ উদ্দিন চৌধুরী ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তদন্তে এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে।
 
গত বৃহস্পতিবার এ্যানী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক ৯টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে