সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২৩:০০

পা দিয়ে লিখেই ইঞ্জিনিয়ার হতে চায় আরিফা

পা দিয়ে লিখেই ইঞ্জিনিয়ার হতে চায় আরিফা

লালমনিরহাট: আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় লালমনিরহাটে পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী আরিফা খাতুন। যার জন্ম থেকেই দুটি হাত অচল। তাই সে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আরিফা লালমনিরহাট সদরের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য দেয়া হয়েছে ২০ মিনিট অতিরিক্ত সময়।

আরিফার বাড়ি সদর উপজেলার খোড়ারপুল শাহীটারী গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট আরিফা। তার অপর দুই ভাই ও দুই বোন স্বাভাবিক হলেও আরিফাই প্রতিবন্ধী। বাবা আব্দুল আলী একজন দিনমজুর। মা মমতাজ বেগম গৃহিণী।

হত দরিদ্র বাবার মেয়ে আরিফার দুটি হাত অচল হওয়ার পরও সে বেশ দ্রুত লেখতে পারে। পাশাপাশি লেখা, আঁকা, পানি পান করা, মাথায় চিরুনি দেয়ার মতো কঠিন কাজগুলো হরহামেশায় করে সে।
 
বড় হয়ে কী হতে চাও জানতে চাইলে আরিফা বলে, ‘আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই।’
আরিফা প্রসঙ্গে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন,‘শারীরিক প্রতিবন্ধী আরিফা অদম্য ইচ্ছা থেকে পড়াশোনা করছে। সে অত্যন্ত মেধাবী মেয়ে। আমার বিশ্বাস সে একদিন সত্যি সত্যিই ইঞ্জিনিয়ার হতে পারবে।’
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে