মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৩:৫৪

প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ

প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।  বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় তারা শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী আখ্যায়িত করে মিছিল করেছে।

 

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে কেন্দ্রীয় ছাত্রদলের ব্যানারে মিছিলটি শুরু হয়ে ঢাকা কলেজের গেটের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরা আক্তার রিক্তা, মামুন বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক মিয়া মো. রাসেল, মিজানুর রহমান সোহাগ, ফয়েজ উল্লাহ ফয়েজ, শওকত আরা উর্মি, শাহিনুর নার্গিস, শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা, নাদিয়া পাঠান পাপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা প্রমুখ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি প্রাঙ্গণে সোমবার বিকেলে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিকে অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে