লক্ষীপুর: স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে সোমবার গভীর রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর বাজার থেকে তিন বখাটেকে খুঁজে বের করেছে এলাকাবাসী। এরা হলেন কালিরচর গ্রামের হৃদয়, আরিফ ও রাকিব। এরপর ওই তিন বখাটেকে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতের সামনে। রাত ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক তাদের ১৫ দিনের বিনাশ্রম সাজা দেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন (লোলা) জানায়, টুমচর আসাদ একাডেমীর নবম শ্রেণীর এক ছাত্রী বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন বখাটে যুবক তাকে উত্তক্ত করে। খবর পেয়ে স্থানীয়রা বখাটেদের খোঁজাখুঁজি করে রাতেই আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম