নিউজ ডেস্ক: অর্থনৈতিক স্বাধীনতার সূচকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৯ তম। আর বিশ্বের ১৭৮টি দেশের অর্থনৈতিক স্বাধীনতা পরিস্থিতি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। সূচকটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশন।
এবারের সূচক অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা স্কোর গত বছরের তুলনায় ০.৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৩.৩। আর দেশের অর্থনৈতিক স্বাধীনতা পরিস্থিতি ‘প্রধানত মুক্ত নয়’ (মোস্টলি আনফ্রি)।
বাংলাদেশ নিয়ে দেশভিত্তিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ দারুন ম্যাক্রোইকোনোমিক্স স্থিতিস্থাপকতা দেখিয়েছে। আর দেশটির অর্থনীতি গত ৫ বছরে স্থীতিশীল ভাবে অগ্রগতি হয়েছে। তবে, অনিশ্চিত নিয়ন্ত্রক পরিবেশ, অনুন্নত অবকাঠামো এবং বেসরকারী খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি কার্যকর প্রাতিষ্ঠঅনিক সহায়তার অনুপস্থিতির কারণে উদ্যোক্ততাদের সার্বিক কর্মকাণ্ড ব্যহত হচ্ছে। দুর্বল আইনের শাসনের ফলে অব্যাহতভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে অর্থনৈতিক উন্নয়।
সূচকে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৯৩, ভুটানের ৯৭, ভারত ১২৩. পাকিস্তান ১২৬ ও মালদ্বিপ রয়েছে ১৩২তম অবস্থানে।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম