ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির আসন্ন ২০১৬-১৭ কাযবর্ষের নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বিএনপি ঘোষিত ফোরাম থেকে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম খান বাচ্চু নির্বাচন করবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের বৈঠকে এ প্যানেল ঘোষণা করা হয়। খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম