ঢাকা: রাজধানীর দারুস সালামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম জোনায়েদ (৪০)। সে ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি আবাসিক হোটেলের ব্যবসা করতেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে দারুস সালাম থানাধীন পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ পরে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বলা যাবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম