মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:১২:২০

জনমনে আতঙ্ক, গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না

জনমনে আতঙ্ক, গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ‘ম্যাট্রিক্স গামেন্টস’ নামের যে স্যুয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিয়ন্ত্রনে আনা যায়নি। ভয়াবহ এই আগুনের কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আগুন লাগার এই ঘটনায় এখন ওই এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, টঙ্গী, ইপিজেড ও সাভার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

“ধোঁয়ায় আগুন নেভাতে আসা এলাকার কয়েকজন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।”

কীভাবে ওই কারখানায় আগুন লেগেছে তা জানাতে পারেননি মোরশেদ।  
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে