শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১০:৪১:৩৬

কম দামে বিক্রি হচ্ছে ইলিশ, খুশি ক্রেতারা!

 কম দামে বিক্রি হচ্ছে ইলিশ, খুশি ক্রেতারা!

এমটিনিউজ ডেস্ক: প্রচুর পরিমাণে ধরা পড়ায় দাম কমেছে জাতীয় মাছ ইলিশের। বরগুনা পৌর মাছের বাজারে ছোট সাইজের (পাঁচটিতে এক কেজি) ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা দরে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মাছের বাজারে এ চিত্র দেখা গেছে।

পৌর বাজারের খুচরা মাছ বিক্রেতা মাসুদ হোসেন বলেন, ‘আগে এ মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন বাজারে মোটামুটি মাছ সরবরাহ বেড়েছে। ছোট সাইজের ইলিশ বিক্রি করছি ৪৫০ টাকা কেজি দরে।’

ছেলে জাহিদ মেহেদীকে সঙ্গে নিয়ে মাছ কিনতে এসেছেন বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালীর কৃষক রশিদ ফরাজী। তিনি বলেন, ‘চিংড়ি মাছ কিনতে এসেছিলাম। তবে কম দামে ইলিশ পেলাম তাই এক কেজি কিনলাম। ৪৫০ টাকা কেজি নিয়েছে। কম দামে ইলিশ কিনতে পেরে আমি অনেক খুশি। অনেকদিন পর আজ ইলিশ মাছ কিনলাম।’

তিনি আরও বলেন, ‘এক কেজিতে পাঁচটি ইলিশ পেয়েছি। তবে ছোট সাইজের ইলিশের দাম কম হলেও বড় সাইজের ইলিশের দাম অনেক বেশি।’ বরগুনা পৌর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বাজারে যেসব ইলিশ পাওয়া যায় তার সবগুলোই স্থানীয় নদীর মাছ। এ বাজারে নদীর ইলিশের চাহিদা প্রচুর। গত দুদিন ধরে সরবরাহ মোটামুটি ভালো রয়েছে। দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বাজারে কম দামে যে ছোট সাইজের ইলিশ পাওয়া যায় এগুলো জাটকা না। তবে বাজারে মাছের সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে এটাই স্বাভাবিক। সামনে ইলিশের দাম আরও কমবে বলে আশা করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে