ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা এবং সম্পদের হিসাব চেয়ে পাঠানো নোটিস বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
এর ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা থাকল না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম জানিয়েছেন।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম