ঢাকা: রাজধানীর ইস্কাটনে জোড়াখুনের ঘটনায় দায়ের করা মামলার আসামী সাংসদপুত্র বখতিয়ার আলম রনির অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে।
মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে হাজির করলে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তার আইনজীবী শওকত ওসমান সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আসামি বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাংসদ পিনু খানের ছেলে।
উল্লেখ্য, গত বছর ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম