ঢাকা: একাত্ত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার শুনানির নতুন তারিখ নিধারণ করেছেন আদালত। ঘোষিত তারিখ অনুযায়ি মীর কাসেমের শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার শুনানির কথা থাকলেও আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের সম্মতিতে নতুন এ দিন ধার্য করেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ওই রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম