ঢাকা: হাসানুল হক ইনু নিজের দলের শহীদদের আত্মত্যাগকে উপেক্ষা করে তাদের সঙ্গে বেঈমানী করে ক্ষমতার ডালে বাদুড়ের মতো ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রিজভী বলেন, ‘ইনুরা ক্ষমতার ডাল থেকে পড়ে গেলেই রাজনৈতিক আবর্জনাতে পরিণত হবে। ইতিহাসে মীরজাফরের যে স্থান ইনুদেরও সেই স্থানেই হবে। দেশে গণতন্ত্রহত্যা, বিরোধী দলের নেতাকর্মীদের নিধন, বিচারবহির্ভূত হত্যার ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে যাদের বিচার হবে। ইনু ও বিচারপতি খায়রুল হকরা ফাইনাল লিস্টেই থাকবেন।’
তিনি আরও বলেন, ‘হাসানুল হক ইনুরাই দেশে জঙ্গীবাদের সৃষ্টি করেছে। ৭২ থেকে ৭৫ এর সহিংস কর্মকাণ্ডের ইতিহাস দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। সেই সময়ে হাসানুল হক ইনুর আচরণ ছিল লাদেন-জাওয়াহেরী ও শায়খ আব্দুর রহমানদের সমতুল্য।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম