সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:১৪:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা বেঁচে আছি: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা বেঁচে আছি: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

এমটিনিউজ ডেস্ক: কাউকে বাদ দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিবিদ হতে হলে সবাইকে নিয়েই রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই এক না হলে আমাদের শক্তি কমে যাবে। আমাদের মধ্যে কোনো বিরোধ থাকা যাবে না।

আত্মীয়-স্বজন প্রতিবেশী ও দলীয় লোকজনকে ভালোবাসতে হবে। রাজনীতি হচ্ছে আমাদের সবার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা বেঁচে আছি। 

আজ সোমবার বিকেলে ২১ আগস্ট নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রে'নেড হামলার ঘটনায় অভিযুক্তদের বিচার কার্যকর করার দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন।

সমাবেশের আগে নেতাকর্মীরা নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। 

পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়াম্যান আবু ইউসুফ ভূঁইয়া।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান টুটুল, আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, কাউন্সিলর সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একই দিন সকালে উপজেলা আ. লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাঙ্গলকোট ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, জেলা আ. লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, উপজেলা আ. লীগ সহসভাপতি ঢালুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, সাংগঠনিক সম্পাদক মৌকারা ইউনিয়ন চেয়াম্যান সাইফু উদ্দিন আলমগীর, মক্রবপুর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, রায়কোট উত্তর সভাপতি মাস্টার রেজাউল হক, পৌর কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে