বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ০৯:২৩:১৭

আজ বৃষ্টি ঝরতে পারে, যা অব্যাহত থাকতে পারে দুই দিন

আজ বৃষ্টি ঝরতে পারে, যা অব্যাহত থাকতে পারে দুই দিন

এমটিনিউজ ডেস্ক: দুই দিন ধরেই দেশে বৃষ্টি আবার বাড়ছে। আগের দিনের তুলনায় গতকাল বুধবার বৃষ্টিপাতের এলাকা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় আজ বৃহস্পতিবার বৃষ্টি আরো বাড়তে পারে।

দেশের বেশির ভাগ অঞ্চলেই আজ বৃষ্টি ঝরতে পারে, যা অব্যাহত থাকতে পারে আগামী দুই দিন (শুক্র ও শনিবার)। তবে মাসের শেষ দিকে বৃষ্টি আবার কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

বুধবার সন্ধ্যা ৬টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের বেশির ভাগ জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে এ সময়। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ।

রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় বৃষ্টিপাত বাড়ছে। আগামী কিছুদিনও বৃষ্টি বেশি থাকবে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে। তবে এ সময় সারা দেশেই কমবেশি বৃষ্টি থাকবে। মাসের শেষ দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশজুড়ে ৪৪টি স্টেশনের মাধ্যমে আবহাওয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩৭টিতেই বৃষ্টির খবর মিলেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় তেমন একটা বৃষ্টির দেখা মেলেনি।

আবহাওয়া অফিস বলছে, ঢাকায় এ সময় বৃষ্টিপাত ছিল সামান্য (এক মিলিমিটারেরও কম)। তবে আজ রাজধানীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামীকাল সকাল ৬টা পর্যন্ত উত্তরাঞ্চল ও তত্সংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে