নিউজ ডেস্ক : নয়াদিল্লিতে আগামী ১২-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬। এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সপ্তাহে তিনি ভারত সফরে যেতে পারেন। তবে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছুই জানা যায়নি।
সূত্র মতে, ফেস্টিভ্যালে অংশ নিতে আয়োজকদের পক্ষ থেকে খালেদা জিয়াকে এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণপত্র পেয়েছেনও তিনি। কিন্তু ফেস্টিভ্যালে যোগদানের ব্যাপারে বিএনপির তরফে এখনো আয়োজকদের কিছুই জানানো হয়নি।
ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করছে।
সূত্র জানায়, ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতাসীন বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত হলেই বেগম জিয়ার যাওয়ার ব্যাপারে আয়োজকদের জানিয়ে দেয়া হবে।
এদিকে আগামী ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি। তার আগে খালেদা জিয়ার ভারত সফরের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে খালেদা জিয়া শেষ পর্যন্ত ভারত সফরে না গেলে বিএনপির একটি প্রতিনিধি দল সফরে যাবে বলে জানা গেছে।
খালেদা জিয়া সর্বশেষ ভারত সফরে যান ২০১২ সালের শেষদিকে। সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন।
এরপর ২০১৩ সালের ৪ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলে খালেদা জিয়া তার সঙ্গে সাক্ষাৎ করেননি। জামায়াতের হরতাল ও নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন খালেদা জিয়া। বিষয়টি অবশ্য ভালোভাবে নেয়নি ভারত।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম