ঢাকা : বিষধর সাপ ফেলে পালাল বেদেরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযানে গেলে ছয়টি দেশি সাপ ফেলে পালায় তারা। পরে সাপগুলো উদ্ধার করে বনে ফেরার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবাল বেলা ১১টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত সাপের মধ্যে দুটো দারাজ, দুটো লাউডগা, একটি গোখরা ও একটি বালুবোড়া। সন্ধ্যায় সাপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক সোহেল রানা জানান, বেলা ১১টার দিকে মিরপুর-১, ২, ১০, ১২, ১৩ ও ১৪ নম্বরে অভিযান চালানো হয়। মিরপুর-২ এলাকায় অভিযানকালীন তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে সাপের খেলা দেখানো বেদেরা চারটি বাক্সসহ সাপগুলো ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, পরে সাপগুলো উদ্ধার করে মহাখালীর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সাপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এ বিষয়ে একটি ইউডিওআর মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সাপ ধরা, খেলা দেখানো, নিজের অধীনে রাখা, হত্যা, আমদানি, রপ্তানি ও ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী আইনে দণ্ডনীয় অপরাধ বলে জানান তিনি।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম