মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৭:৪৩

ভারতের পর আমেরিকায় যেতে পারেন খালেদা

ভারতের পর আমেরিকায় যেতে পারেন খালেদা

নিউজ ডেস্ক : নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬ এ যোগদান না করলেও মার্চে ভারতে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  তবে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু জানা না গেলেও গুঞ্জন রয়েছে।  ভারত সফর সফল হলে মে মাসে যুক্তরাষ্ট্র যাওয়ার চিন্তা-ভাবনা রয়েছে তার বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামী ১২-১৩ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কালচারাল ফেসটিভ্যাল-২০১৬ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণপত্র পেয়েছেন খালেদা জিয়া।  ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্যা আর্ট অব লিভিং ফাউন্ডেন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

বিএনপি সূত্রে জানা গেছে, চেয়ারপারসনের ভারত যাওয়া নির্ভর করছে দেশটির সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ক্ষমতাসীন বিজেপির নীতিনির্ধারকদের সাক্ষাৎ পাওয়ার ওপর।  তাদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত করতে পারলেই ভারত যাবেন তিনি।

সূত্র জানায়, কালচারাল ফেস্টিভ্যালের আমন্ত্রণকে কাজে লাগাতে চাচ্ছেন খালেদা জিয়া।  বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারেই মূলত প্রতিবেশী দেশটিতে যেতে চাচ্ছেন তিনি।

জানা গেছে, আমন্ত্রণপত্রটি ২০ জানুয়ারি পাঠানো হয়।  এতে অভ্যর্থনা কমিটির 'ভাইস চেয়ারম্যান' নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী রুদ রুবারস এবং 'কো-চেয়ারম্যান' ভারতের সাবেক প্রধান বিচারপতি আরসি লাহেতির স্বাক্ষর রয়েছে।  অভ্যর্থনা কমিটির আরেক 'কো-চেয়ারম্যান' হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্টোস গালি।

বিএনপির অন্য একটি সূত্র জানায়, ভারত সফরের ওপর খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র যাওয়া নির্ভর করছে।  ভারত সফরে দেশটির সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্র যেতে পারেন।

আগামী মে মাসে যুক্তরাষ্ট্র যাওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বেগম জিয়ার।  তবে ওই সফর কোনো সংস্থার আমন্ত্রণে না চিকিৎসার জন্য তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে