বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০২:১৩

‘টাঙ্গাইলে মেডিক্যাল কলেজ নির্মাণ হবে’

‘টাঙ্গাইলে মেডিক্যাল কলেজ নির্মাণ হবে’

স্পোর্টস ডেস্ক: টাঙ্গাইলে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন মেডিক্যাল কলেজটি নির্মাণ হচ্ছে না তা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জবাবে এ ঘোষণা দেন।
তিনি বলেন, টাঙ্গাইলের সেই মেডিক্যাল কলেজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই নামকরণ করা হবে। খুব দ্রুত টাঙ্গাইলে এ মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন, হোস্টেল নির্মাণ কাজ শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো  বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের স্বাস্থ্যখাত যুগান্তকারী সাফল্য বয়ে আনছে। মাত্র এক বছরের ব্যবধানে আমরা ১১টি নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ করেছি। এর মধ্যে ৬টি সরকারি এবং ৫টি আর্ম ফোর্সেসের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, কিছুদিন আগে টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। যা একনেকে অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই হাসপাতালটি নির্মাণ করা হবে এবং তা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামেই হবে।’
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে