নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এটি শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। কেননা, তাদের হারােনা টাকা আবার হাতে ফেরত আসছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীেদের কাছ থেকে বেতন ও ফি হিসেবে এবং এসএসসির ফরম পূরণের সময় আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তি নীতিমালা লঙ্ঘন করে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। মন্ত্রী জানান, অতিরিক্ত টাকা ফেরত দিতে না পারলে তা মাসিক বেতনের সঙ্গে অবশ্যই সমন্বয় করতে হবে।
মাউশির তদন্তে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহম্মদপুর প্রিপারেটরি স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিলেছে।
এছাড়াও রাজধানীতে আরো অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ৪০ শতাংশ থেকে ১০০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করে।
এর প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন, ফিদসহ সব শিক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে অস্থিরতা শুরু হয়। চলে তীব্র আন্দোলন। এরপরই তদন্তে নামে শিক্ষা প্রশাসন। হাইকোর্ট থেকেও নির্দেশনা আসে টাকা ফেরত দেয়ার।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস