শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩২:২৬

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর!

সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর!

এমটিনিউজ ডেস্ক : সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর! দেশের সীমানা পেরিয়ে সিঙ্গাপুরে নিজস্ব স্টোরে যাত্রা শুরু করলো ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। সম্প্রতি উৎসবমুখর পরিবেশে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট্রিয়াম স্কয়ারে স্টোরটি উদ্বোধন করা হয়।

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ চেম্বার, বাংলাদেশ সোসাইটির সদস্য, লা রিভের লয়াল মেম্বার, কর্মকর্তা এবং স্টাইল-এক্সপার্টরা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরে বাস করা মালে, চাইনিজ, ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি গ্রাহকের মধ্যে এই ব্র্যান্ড জনপ্রিয়। ট্রেন্ডি ডিজাইন, আন্তর্জাতিকমানের প্রিন্টস্টোরি ও কাপড়ের কোয়ালিটির কারণে চাইনিজ নিউ ইয়ার, ঈদ কিংবা দিওয়ালি উৎসবে তারা আগ্রহ নিয়ে শপিং করেন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে সিঙ্গাপুরে ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল লা রিভ। এতদিন আমরা ইসেতান ও মেট্রোর মতো বিখ্যাত মাল্টিব্র্যান্ড স্টোরের ‘শপ ইন শপ’ মডেলে কার্যক্রম পরিচালনা করেছি। এছাড়া জালোরা, লাজাডা এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে উপস্থিতি ছিল। এবারই প্রথম নিজস্ব স্টোর উদ্বোধন হয়েছে।’

তিনি বলেন, ‘তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী। মেইড ইন বাংলাদেশ বাক্যটি এরই মধ্যে আমাদের গর্বে পরিণত হয়েছে। আমরা ভেবেছি, নিজের দেশেই যদি বিশ্বমানের পোশাক তৈরি করতে পারি, কেন সেই পোশাক আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিয়ে যাব না? এ স্বপ্ন বাস্তবায়নের পথে এ স্টোর খুবই গুরুত্বপূর্ণ।’

সিঙ্গাপুরের ৩২০ সেরাঙ্গুন রোডে অবস্থিত সেন্ট্রিয়াম স্কয়ারের ০১-২০ ইউনিটে অবস্থিত এ স্টোরে পাওয়া যাবে নারীদের সব ট্রেন্ডি পোশাক। ভবিষ্যতে স্টোর বর্ধিত করার পাশাপাশি মেনজ ও কিডস কালেকশনও যোগ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে