ঢাকা: আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যে একটি বিশেষ রাজনৈতিক মহল কাজ করছে। তারা দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, বিদ্যাপীঠকে ক্ষতিগ্রস্ত করার দৃষ্টান্ত পৃথিবীর কোনো দেশে দেখা যাবে না। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্য নানা ধরণের চক্রান্ত হচ্ছে। স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম