এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট চান তিনি।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌর মেয়র আবু নাছের, স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রোববার (১০ সেপ্টেম্বর) সেনবাগ উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন এমপি মোরশেদ আলম। সভায় নোয়াখালী-২ আসনের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা জানিয়ে তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য এই আসনে উন্নয়ন করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধিদের একসঙ্গে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হবে।
এসময় জনপ্রতিনিধিরা তাদের উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি সামনের দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ সদস্যের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্ল্যাহ্ খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।