এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি গ্রহণ করেছে সৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্মৃতিসৌধের গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ঝাড়ু দেওয়া ছাড়াও লেকের পানি পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ সময় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির কাজ চলমান রয়েছে। একই সঙ্গে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি, তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। স্বাভাবিক দিনেও যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয় এবং পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়, সেভাবেই কাজ করা হচ্ছে। পাশাপাশি অতিথিরা যেসব এলাকা ব্যবহার করবেন, সেসব স্থান বিশেষভাবে পরিষ্কার করা হবে। প্রয়োজনে নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন।