এমটিনিউজ২৪ ডেস্ক : লেকের পানিতে পড়ে যাওয়া সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর নিজেই পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছেন ইঞ্জিনিয়ার খাইরুল কবির (৩৮)। রবিবার (১০ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে সিজুওকা প্রিফিকসার লেকে বাংলাদেশ সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত খাইরুল কবির পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার মৃত আবুল কাশেম শিকদারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, খাইরুল কবির সাত বছর আগে জাপানের রেকুটেনের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি পরিবারসহ টোকিওর মাসিদাতে বসবাস করতেন।
জাপানপ্রবাসী আত্মীয়স্বজন এবং বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে সপরিবারে বেড়াতে যান। রবিবার সকালে তারা যান সিজুওয়াকা প্রিফিকসার লেকে। সেখানে দুই সহকর্মীর দুই কিশোর ছেলে লেকে পড়ে যায়।
তাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন খাইরুল। দুই কিশোরকে উদ্ধার করে ওপরে তোলার পর নিজেই তলিয়ে যান লেকে।
খবর পেয়ে সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খাইরুলের স্ত্রী মিতু বলেন, ‘সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর আমাদের চোখের সামনেই খাইরুল গভীর পানিতে তলিয়ে যায়। আমারও দুটি সন্তান রয়েছে। আমি এখন কিভাবে ওদের সান্ত্বনা দেব?’