এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ শেষে রাজবাড়ি সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। ওই অবরোধ ও বিক্ষাভ সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তারা সমাবেশস্থলে এসে পৌঁছেন। এ সময় উপস্থিত ছাত্র-জনতা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। সমাবেশে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ অংশ নেন। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং ন্যায়বিচারের দাবি তোলেন। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।