মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২২:৪১

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি জেলেরা, দাম কমলো আরও

ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি জেলেরা, দাম কমলো আরও

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ভাদ্রের বৃষ্টি আর স্রোতে সাগর থেকে নদীতে আসতে শুরু করেছে সুস্বাদু এ মাছ। এগুলো নিয়ে ট্রলার ঘাটে ভিড়তেই শুরু হয় কাড়াকাড়ি। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত মাছ পেয়ে খুশি জেলেরাও। এ বছর দেরিতে ইলিশের দেখা মিললেও লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ মৎস্য বিভাগের।

সংশ্লিষ্টরা জানান, আষাঢ় থেকে মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আষাঢ়-শ্রাবণ দুমাসে ইলিশের দেখা ছিলো না এ অভয়ারণ্যে। এ কারণে কষ্টে দিন কাটছিলো ভোলার জেলেদের। তবে, দেরিতে হলেও ভাদ্রের মাঝামাঝিতে হাসি ফুটেছে তাদের মুখে। ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ।

জেলার সর্ববৃহৎ শামরাজ ঘাটে সরেজমিনে দেখা যায়, ভোর থেকে ভিড়ছে শত শত ট্রলার। ট্রলার থেকে নামিয়ে আনা হচ্ছে রুপালি ইলিশ। ঘাটে আসার পরই শুরু হচ্ছে কাড়াকাড়ি। দাম নিয়ে চলে ক্রেতা-বিক্রেতার তর্কাতর্কি আর হাঁকডাক। সব মিলিয়ে সরগরম হয়ে ওঠেছে আড়ত। এদিকে, এভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে পরবর্তী নিষেধাজ্ঞার আগেই মহাজনের দাদনের টাকা পরিশোধের আশা জেলেদের।

তারা জানান, মেঘনা ও তেঁতুলিয়ায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এ কারণে ব্যস্ততা বেড়ে গেছে জেলেপাড়ায়। ইলিশ মৌসুমের শেষ সময়ে জেলেরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাল ফেলতে যাচ্ছেন নদীতে। মৌসুমের শেষ সময়ে দাদনের টাকা পরিশোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

জেলেরা আরও জানান, আগে ইলিশ কম পেয়েছি; দিন কেটেছে অনেক কষ্টে। এখন আপাতত আর চিন্তা নেই। আড়তের মাছ ব্যবসায়ীরা জানান, ‘ভারতের সঙ্গে বাংলাদেশে একসঙ্গে নিষেধাজ্ঞা দিলে আমরা ব্যবসায়ীরা লাভবান হতে পারবো এবং জেলেরাও সুবিধা পাবেন।’

ভোলা শামরাজ আড়ত মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী বলেন, জেলেরা মাছ না পাওয়ায় আমরা লসে ছিলাম এবং জেলেরাও ছিলেন দিশেহারা। এখন ইলিশের দেখা মেলায় পরিস্থিতি পাল্টাচ্ছে। সামনেই প্রজনন মৌসুম। সাগর থেকে ইলিশ নদীতে উঠে আসছে বলে জানান ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ।

তিনি বলেন, এ বছর ইলিশের পেটে ডিম আসতে বিলম্ব হয়। এ কারণে সাগর থেকে নদীতে আসতে প্রায় এক থেকে দেড় মাস দেরি করে। চলতি বছর জেলায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। আর মৌসুমের প্রথম তিন মাসে ধরা পড়েছে মাত্র ১৮ হাজার ১২২ মেট্রিক টন ইলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে