এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্রলীগের তিন নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদকে এবার রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবর রহমানের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে— অতিরিক্ত পুলিশ সুপার হারুনকে রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে।