এমটিনিউজ২৪ ডেস্ক : আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের দায়িত্বে থাকবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি হেরে গেলেও তাতে কোনো আপত্তি থাকবে না। জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। কিন্তু সরকার আমাদের এ দাবি মানতে চাইছে না।’
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আব্দুল মঈন খান। সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে এবং নেতাকর্মীদের সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ হয়।
মঈন খান বলেন, ‘বাংলাদেশে যদি কেউ মানবাধিকার নিয়ে কথা বলতে চায় তাহলে তাকে কেন জেলে দেওয়া হবে, এ প্রশ্ন আমি সরকারের প্রতি রাখছি। তাহলে কি আমরা মানবাধিকার নিয়ে কথা বলবো না? আমাদের দেশের সংবিধানে কি মানবাধিকার নেই? কেন মানবাধিকার নিয়ে কথা বলায় দুই বছরের জেল হলো।’
সরকারকে পরাজিত করে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে আনা হবে উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনের কারণে এ সরকারের নীতিগতভাবে পরাজিত হয়েছে।