শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৬:১৬

আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচনসহ অন্য কাজ: জামায়াতের আমীর

আগে জুলাই গণহত্যার বিচার, তারপর নির্বাচনসহ অন্য কাজ: জামায়াতের আমীর

এমটিনিউজ২৪ ডেস্ক : আগে জুলাই-২৪ এর গণহত্যার বিচার, তারপর অন্য কাজ বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা: শফিকুর রহমান। আজ শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজে মাঠে কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াতের আমীর বলেন, ৫ আগস্টের আন্দোলনে শহীদ বিচার না হলে তাদের সাথে বৈঈমানি করা হবে।

দীর্ঘ ১৬ বছর পর কর্মী সম্মেলনের আয়োজন করে কক্সবাজার জেলা জামায়াত। সকাল থেকে কক্সবাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানস্থলে দলে দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুর হতে না হতেই কানায় কানায় ভর্তি হাজারো নেতাকর্মী। 

এক পর্যায়ে মঞ্চে বক্তব্য দিতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে জনতার উদ্দেশ্যে বলেন, আগে ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে বিচার, তারপর নির্বাচনসহ অন্য কাজ। এই বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। 

তিনি আর ও বলেন, আজকে যারা মানুষের মুখে কথা বলা, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা যারা এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারব না। সব খুনের বিচার করতে হবে। আমরা সব অপকর্মের বিচার চাই। 

জামায়াতের আমীর বলেন, এই পরিবর্তনের পরে দেশে কোন সরকার ছিল না, পুলিশ ছিল না। কেউ কাজ করেনি। অথচ জামায়াতে ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে রাস্তায় নেমেছে। এখন এই দেশে আমরাই দায়িত্ব নিব। আমরাই এই দেশের মানুষের জান, মাল ও ইজ্জতের পাহারা দিব। আমরা ধর্মের প্রতিষ্ঠানগুলো পাহারা দিব।

ডা: শফিকুর রহমান বলেন, দেশে ম্যাজরিটি বলে যুগযুগ ধরে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে। তাদের সম্পদ লুট করেছে, ইজ্জদের উপর হামলা করা হয়েছে। ক্ষেত্র বিশেষে বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। আর সবসময় দোষটা দেয়া হয়েছে জামায়াতে ইসলামের উপর। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন দলের ভাইদের অনুরোধ করব, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী দখলবাজি, চাঁদাবাজি করেছে তা প্রমাণ দিতে পারবেন না। আমি নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয়।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অধ্যাপক আহসান উল্লাহ, সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে