বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৬:৪০

ডেঙ্গু আক্রান্ত স্বামীসহ দুই সন্তান, রাওজানা একাই লড়ছেন হাসপাতালে!

 ডেঙ্গু আক্রান্ত স্বামীসহ দুই সন্তান, রাওজানা একাই লড়ছেন হাসপাতালে!

শিমুল মাহমুদ: রাজধানীর লালবাগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকেন রাওজানা আক্তার। পাঁচ দিন ধরে চার সদস্যের পুরো পরিবারটির অবস্থান মহাখালীর ডিএনসিসি কভিড-১৯ হাসপাতালে। রাওজানার স্বামী ও দুই সন্তান ডেঙ্গু আক্রান্ত। তাঁদের দেখভালে রয়েছেন রাওজানা।

গতকাল বুধবার দুপুরে ডিএনসিসি কভিড-১৯ হাসপাতালে এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। রাওজানার স্বামী স্বল্প আয়ের চাকুরে সুমন মিয়া হাসপাতালটির চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি। দ্বিতীয় তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে পাশাপাশি শয্যায় রয়েছে দুই ছেলেমেয়ে। শিশু দুটির হাতে ক্যানুলা লাগানো।

রাওজানার মতো এমন আরো অনেক স্বজনকে ওই হাসপাতালে রোগীর পাশে সেবা করতে দেখা গেছে। অধীর অপেক্ষায় রয়েছেন, কখন আপনজন সুস্থ হয়ে ঘরে ফিরবে। দুই সন্তান-স্বামীর বিভিন্ন পরীক্ষা করানো, লাইনে দীর্ঘ অপেক্ষায় থেকে রিপোর্ট আনা, তিনজনের খাবার ও ওষুধ আনা, টাকার ব্যবস্থা করা, একা এসব করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন রাওজানা। তিনি বলেন, ‘গত ১৩ সেপ্টেম্বর আমার স্বামীর জ্বর আসে।

এক দিন অপেক্ষার পর পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। তাঁকে হাসপাতালে ভর্তি করে বাসায় গিয়ে দেখি দুই বাচ্চার জ্বর। তখন তাদেরও পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়।’ রাওজানা বলেন, ‘হাসপাতালে এই কয়দিনে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহর কাছে দোয়া করবেন। আমার স্বামী-সন্তানকে যেন সুস্থ করে তুলে শিগগির হাসপাতাল থেকে ফিরতে পারি।’

ডিএনসিসি কভিড-১৯ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল ডা. এ কে এম জহিরুল হোসাইন খান বলেন, ‘যেহেতু আমাদের এখানে ৫০ শয্যার আইসিউ ব্যবস্থাপনা আছে, তাই অনেক গুরুতর রোগী এখানে বেশি আসে। বেশির ভাগ সময় ২৫টি আইসিইউ শয্যা সব সময় রোগী ভর্তি থাকে। সেপ্টেম্বরে এবার সর্বোচ্চ ৪৩ জন পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে