শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬:৪৪

Realme 13+ 5G স্মার্টফোনের দামে বড় ছাড়ের ঘোষণা

Realme 13+ 5G স্মার্টফোনের দামে বড় ছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : Realme তার জনপ্রিয় Realme 13+ 5G স্মার্টফোনের দামে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে। এখন এই ফোনটি ২০০০ টাকা ছাড়ে কেনা যাবে, আর বিশেষ ব্যাপার হলো—এই ডিসকাউন্টের জন্য কোনো ব্যাংক অফারের দরকার নেই।

নতুন দাম ও অফার
Realme 13+ 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ছিল ₹22,999, কিন্তু এখন এটি ₹20,999 টাকায় Amazon-এ পাওয়া যাচ্ছে। এছাড়া, 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি ₹19,100 টাকায় কেনা যাবে, যা আগের দামের থেকে ₹1,899 কম।

নোট: Amazon যেকোনো সময় এই অফারে পরিবর্তন আনতে পারে। তাই যত দ্রুত সম্ভব অফারটি লুফে নিন!

Realme 13+ 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: 6.67-ইঞ্চির FHD+ Samsung E4 AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 2000 নিট পিক ব্রাইটনেস।
প্রসেসর: MediaTek Dimensity 7300 Energy অক্টা-কোর প্রসেসর।
ক্যামেরা: 50MP Sony LYT 600 সেন্সরসহ ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 2MP মোনো লেন্স। সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: 5000mAh ব্যাটারি, 80W আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট।

যারা রিয়েলমি 13+ 5G কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি সেরা সময়। এত কম দামে 8GB RAM ও 256GB স্টোরেজসহ শক্তিশালী ফোন খুব কমই পাওয়া যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে