এমটিনিউজ২৪ ডেস্ক : ঈমান ও আমল নিয়ে মরতে চাই বলে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) শেরপুরের নকলা উপজেলা মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মতিয়া চৌধুরী বলেন, আজীবন স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করেছি। মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমলের সঙ্গে সেবা দেব। ঈমান ও আমল নিয়ে মরতে চাই।
তিনি বলেন, রাজনীতি ও জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি। ভবিষ্যতে আরও সেবা করতে চাই। আপনারা সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।