বুধবার, ০৭ মে, ২০২৫, ০৯:৪৯:২৪

আতঙ্কের মধ্যে ১১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ!

আতঙ্কের মধ্যে ১১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ!

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে দুই দেশে। দুই দেশের হামলায় প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। এই আতঙ্কের মধ্যে ১১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে (পুশইন) বিএসএফ।

কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেছে বিএসএফ।

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৬৬ জন নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেছেন। এদিকে কুড়িগ্রাম দিয়ে পুশইন করা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি আছে বলে জানা গেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে খাগড়াছড়ির মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপূর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, ‘খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্তে এখন পর্যন্ত ৬৬ ভারতীয়কে অবৈধভাবে অনুপ্রবেশ করানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা তাদের আটক করেন। তারা সবাই নিজেদের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন।’
এদিকে কুড়িগ্রাম জেলায় অনুপ্রবেশের দায়ে ৪৪ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে