সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ০৯:৫৫:০৬

পরিবার আইফোন কিনে দিতে রাজি না হওয়ায় কলেজছাত্রের কাণ্ড

পরিবার আইফোন কিনে দিতে রাজি না হওয়ায় কলেজছাত্রের কাণ্ড

এমটিনিউজ২৪ ডেস্ক : চুরির অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই কলেজছাত্র। সে রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের দ্বিতীয় তলায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ মোট চার লাখ টাকার মালামাল চুরি করে।

পরে পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই কলেজছাত্রসহ দুজনকে শনাক্ত করা হয়। এরপর গতকাল রবিবার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওই কলেজছাত্র জানায়, সে পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করে। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে সে ক্ষিপ্ত হয় এবং চুরির পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করে সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে