মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ০৯:০৩:০৬

২৫ বছর পর ফেসবুকের কল্যাণে বাড়ি ফিরলেন সোনা মিয়া!

২৫ বছর পর ফেসবুকের কল্যাণে বাড়ি ফিরলেন সোনা মিয়া!

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় ২৫ বছর পর সোনা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। 

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকা থেকে তাকে নিয়ে যান তার ছোট ভাই মোরশেদ আলম।  

এর আগে ১৯৯৮ সালে সোনা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি একই এলাকার মৃত একরাম হোসেনের ছেলে। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনি পথভুলে আর বাড়ি ফিরে যেতে পারেননি। 

জানা গেছে, ২০১৭ সালে কোনো একদিন সোনা মিয়া লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা এলাকায় একটি ফার্ণিচার দোকানের সামনে শুয়েছিলেন। 

তখন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন তাকে নিজের সঙ্গে নিয়ে যান। এরপর থেকেই সোনা মিয়া তার কাছে ছিলেন। 

সোনা মিয়ার ছোট ভাই মোরশেদ আলম বলেন, ২৫ বছর পর ভাইকে ফিরে পেয়েছি। ভাইয়ের চিন্তায় অসুস্থ হয়ে ৬ মাস আগে ভাবি শাহজাদা খাতুন মারা গেছেন। 

তার একমাত্র ছেলেটিও বাবার আদর থেকে দীর্ঘ ২৫ বছর বঞ্চিত ছিল। ফেসবুকে একটি পোস্টে তার ছবি দেখে আমরা তার সন্ধান পাই। পরে ফেসবুকে পোস্টকারী ব্যক্তির সঙ্গে কথা বলে ভাইকে নিতে এসেছি। 

শিক্ষক মো. ফিরোজ আলম বলেন, সোনা মিয়ার ছবিসহ পরিবারের সন্ধান পেতে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি আমিও শেয়ার করেছিলাম। ফেসবুকের কল্যাণে তার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার ছোট ভাই মোরশেদ এসে তাকে নিয়ে গেছে। 

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন বলেন, প্রায় ৬ বছর সোনা মিয়া আমার কাছে ছিলেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছি। এজন্য তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। অবশেষে তার ভাই এসে তাকে নিয়ে গেছেন। তিনি দীর্ঘ ২৫ বছরবাড়ি ছাড়া ছিলেন বলে জানতে পেরেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে