মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ০৭:৫৮:১০

আগামীকাল সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি, দেশবাসীর কাছে দোয়া কামনা

 আগামীকাল সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি, দেশবাসীর কাছে দোয়া কামনা

এমটিনিউজ২৪ ডেস্ক : সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি। আগামীকাল সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন। সূত্র : বাসস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে