বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:৩০:৫৮

'ফোন দিয়ে বলেছে সে আটকে পড়েছে’

'ফোন দিয়ে বলেছে সে আটকে পড়েছে’

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুনের ঘটনায় আকলিমা রহমানের সন্ধান মিলছে না। তাকে খুঁজতে ধানমণ্ডি থেকে মহাখালী এসেছেন তার দুই বোন। 

তাদের ভাষ্যমতে, আকলিমা খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করতেন। আকলিমার বাবার নাম মোকলেছুর রহমান। তাদের বাসা বসিলা এলাকায়। 

আকলিমার মামাতো বোন রওশন আরা বলেন, ‘আমরা ধানমণ্ডি থেকে আমাদের বোনের খোঁজে এসেছি। সে রেস অনলাইন লিমিটেডে কাজ করত। তাকে খুঁজে পাচ্ছি না।

বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছে। সে সময় বলেছে সে আটকে পড়েছে।’ এদিকে ভবনে আটকে পড়া অবস্থায় ৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

তাদের মধ্যে নুর সুস্থ থাকায় বাসায় চলে গেছেন। সায়লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আরো দুজন ভবনে আটকে আছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে