এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পূজার ছুটির পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে প্রথম দিনে পেঁয়াজ কম আমদানি হওয়াতে ভারত এবং বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে দিয়েছে।
যার ফলে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে একলাফে ২০ থেকে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকারভেদে প্রতি কেজি ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ ৭৮ এবং নাসিক জাতের পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকার ও খুচরা ক্রেতারা। অন্যদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম কমবে বলে মনে করছেন আমদানিকারকরা।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের পাইকারি মোকাম ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার মিনহাজুল ইসলাম বলেন, দুর্গাপূজা শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে কম পরিমাণ পেঁয়াজের ট্রাক প্রবেশ করে।
যার ফলে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে দিয়েছে। এর কারণে দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। বর্তমানে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। দাম বেশির কারণে বাহিরের ব্যবসায়ীরা হিলি থেকে পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা হয়েছে। যার ফলে সেখানে পেঁয়াজের উৎপাদন নষ্ট হয়েছে। ফলে ভারতেই পেঁয়াজের দাম বেড়েছে। যদি সরকার অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে দাম অনেকটাই কমে যাবে।